বাতিল বিমানের অংশের নানা ব্যবহার

আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে প্রবল ঝোড়ো বাতাস বিরল নয়। মুহূর্তের মধ্যেই রোদ সরিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। সেখানে ঢেউ দেখতে হলে গরম জামাকাপড় সঙ্গে রাখতে হবে। বাতিল এক বিমানের অংশের মধ্যেও আশ্রয় নেবার সুযোগ রয়েছে।স্যান্ডহাউস হোটেলের ম্যানেজার পল ডাইভার বলেন, ‘অতিথিরা খুব পছন্দ করেন। এটির উপর আরাম করে বসে সমুদ্রের দিকে তাকিয়ে তাঁরা মানুষের সার্ফিং, সাঁতার কাটা দেখতে ভালোবাসেন।’আয়ারল্যান্ডের ডনিগালের...