‘শত শত চোখ আকাশটা দেখে, শত শত শত মানুষের দল’
মাথা উঁচু করে সবুজের ছায়াঘেরা বিচিত্র অভিজ্ঞতা ধারণ করে সুপ্রাচীন বিশালাকার শতবর্ষী বৃক্ষ শ্যামলীমার আচ্ছাদনে আবৃত এখনও সেই সড়ক। ঐতিহাসিক সেই যশোর রোড যেন আজও কথা বলে। ফিরে দেখা স্মৃতির চিৎকারে ক্ষুধার্ত পেট অসহায় চোখ আজও যেন ছুটতে থাকে হৃদয়ভেজা নদী সাঁতরে। অর্ধশত বছর পেছনে ফিরে তাকালে সেখানে হেঁটে চলা মানুষের স্বপ্ন যেন আশার হরিণ হয়ে ওঠে, আকুতির অনুভূতি জড়িয়ে থাকা অসাড় দেহগুলোও আশ্রয়ভূমির...
সর্বাধিক ক্লিক