গরমে গাছের যত্ন নেবেন যেভাবে 

তীব্র গরমে গাছের চারা শুকিয়ে মারা যাওয়ার আশঙ্কা বেড়ে যায় বহুগুণে। সূর্যের উত্তাপ গাছের চারা বেড়ে ওঠায় বাধার সৃষ্টি করে। দীর্ঘ সময় সূর্যের আলো চারা গাছের ওপর পড়লে মাটির উর্বরতা নষ্ট হয় এবং কুঁড়ি ও ফুল মরে যায়। তবে চারাগাছ বড় হতে সূর্যের আলোর বড় ভূমিকা রয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, অত্যধিক সূর্যালোক মাটির জন্য যেমন ক্ষতিকর, তেমনি চারার জন্যও বটে। চারাগাছে পর্যাপ্ত পানি দেওয়া না হলে সূর্যের প্রখর...