বাসায় প্রস্তুত করুন গ্রিলড চিজ স্যান্ডউইচ

পাউরুটি ও চিজ একসাথে গ্রিল করলে তা চমৎকার স্বাদের হয়। আর এটি স্বাস্থ্যসম্মত ও আনন্দদায়ক চটজলদি নাস্তা হয়ে যেতে পারে। তাছাড়া এতে রয়েছে অনেক পুষ্টিগুণ। চলুন, জেনে নেওয়া যাক কীভাবে স্বল্প সময়ে গ্রিল চিজ স্যান্ডউইচ তৈরি করা যায়। উপকরণনরম বিভক্ত ৬ টুকরো রুটি, মাখন ৬ টেবিল চামচমেয়োনিজ ৩ টেবিল চামচপেঁয়াজ গুঁড়া ১/৪ চা চামচপারমেসান পনির ৩ টেবিল চামচ, সাদা চেডার পনির ১/২ কাপলবণ স্বাদ মতো চিজ...