গরমের কারণে খেলার সূচি বদলে দিলেন সালাউদ্দিন

Looks like you've blocked notifications!
ছবি : বাফুফে

প্রচণ্ড তাপদাহতে পুড়ছে দেশ। গরমে হাঁসফাঁস অবস্থায় সবাই। এমন পরিস্থিতিতেই মাঠে গড়ানোর কথা মেয়েদের মেয়েদের ফুটবল লিগ। কিন্তু, সেটা আপাতত পাল্টেছে। গরমের কারণে মেয়েদের লিগের সময়সূচিই বদলে দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। বাজেট বাড়িয়ে ফ্লাডলাইটের আলোতে লিগটি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে দেশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।   

মূলত অর্থ সংকটের কারণে বাফুফে কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট ব্যবহার না করে রোদেই নারী ফুটবলের সূচি ঠিক করেছিল। কিন্তু তীব্র গরমে এটা ঝুকিপূর্ণ ভেবে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে বাফুফে।

আজ শনিবার (২৭ এপ্রিল) বিকেলে কমলাপুর স্টেডিয়ামে লিগটি উদ্বোধন করতে যান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে রোদের তীব্রতা টের পান জাতীয় দলের সাবেক এই তারকা ফুটবলার। 

এরপরই সাবিনাদের লিগের সূচি বদলানোর সিদ্ধান্ত নেন। লিগের পরবর্তী ম্যাচগুলো পড়ন্ত বিকেলে ও ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন,‌ 'এই আবহাওয়ায় ফুটবল খেলা মানবিকভাবে সম্ভব না। তাই সাথে সাথে সাধারণ সম্পাদককে বললাম বিকল্প ব্যবস্থা করতে। সে বলল জাতীয় ক্রীড়া পরিষদকে জানাতে হবে এবং বড় বাজেট প্রয়োজন। আমি বলেছি এনএসসিকে জানাতে এবং বাজেটের ব্যবস্থা হবে।' 

বাজেট নিয়ে বিস্তারিজ জানতে চাইলে বাফুফে সভাপতি আরও বলেন, ‘দেখা যাক। গত দশ বছরে কোনো কিছু আটকে ছিল না। মেয়েদের টিম জাপান-সৌদি আরবসহ সব জায়গায় গেছে। অনুশীলন করেছে। যেখান থেকে হোক বাজেট জোগাড় করব আমরা।’