আইপিএলে বোলারদের দুর্দশায় বিরক্ত সৌরভ

Looks like you've blocked notifications!
সৌরভ গাঙ্গুলী। ছবি : বিসিসিআই

ক্রিকেট যতই আধুনিক হচ্ছে, ততই বাড়ছে ব্যাটারদের আধিপত্য। তবে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর ছাপিয়ে গেছে কল্পনাকেও। বোলারদের হতাশায় ডুবিয়ে প্রতিনিয়ত নয়া ইতিহাস লেখছেন ব্যাটাররা। আর ব্যাটারদের এমন আধিপত্যে বিরক্ত সাবেক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। ব্যাটে-বলের লড়াইয়ে ভারসাম্য চান তিনি।

গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) পাঞ্জাব বনাম কলকাতা ম্যাচে দেখা গেল নতুন বিশ্বরেকর্ডের। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৬১ রান তাড়ার কীর্তি গড়ল পাঞ্জাব কিংস। অবশ্য এটা প্রথম নয়, এর আগেও ছয়বার আড়াইশর গণ্ডি পেরিয়েছে বেশকটি দল। সবমিলিয়ে আধিপত্যটা শুধু ব্যাটারদের।

রানবন্যার এই টুর্নামেন্ট ব্যাটে-বলে ঠিকঠাক ভারসাম্য হচ্ছে না বলে মত সৌরভ গাঙ্গুলির। আজ মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বোলারদের জন্য মোটেও সহজ নয়, তারা সব কিছুতেই ভুগছে এবং ব্যাট ও বলের ভারসাম্য আনতে ভবিষ্যতে এই জায়গা নিয়ে কাজ করতে হবে।’

অবশ্য শুধু সৌরভ নয় এর আগেও রোহিত, গাভাস্কারদের মতো তারকা ক্রিকেটাররাও আওয়াজ তোলেন। তাদের দাবি, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম কাজে লাগিয়ে ম্যাচে একজন বাড়তি ব্যাটার খেলাচ্ছে দলগুলো। যার ফলে ২০০ রান পেরোনো এখন ডাল-ভাত হয়ে দাঁড়িয়েছে।

রান সংগ্রহকের তালিকায় সবার ওপরে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্সের তারকা বিরাট কোহলি। ৯ ম্যাচে ৬১.৪৩ গড়ে ৪৩০ রান করেছেন এই ব্যাটার। অন্যদিকে, ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে বোলারদের তালিকার শীর্ষে হার্শাল প্যাটেল।