আইপিএল মাতিয়েও ভারতের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন যারা

Looks like you've blocked notifications!
ভারতীয় ক্রিকেট দল। ছবি : এএফপি

আর ৩৫ দিনের অপেক্ষা, এরপরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপকে সামনে রেখে বেশিরভাগ দলই তাদের স্কোয়াড সাজিয়ে ফেলেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ভারতীয় সংবাদমাধ্যগুলোর মতে আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকলেও বেশকিছু তরুণ ক্রিকেটারকে বাদ দিয়েই গড়া হবে বিশ্বকাপের স্কোয়াড।

চলছে আইপিএলের ১৭তম আসর। লিগ পর্বের লড়াই শেষের পথে। এরপরই শুরু হবে প্লে-অফের লড়াই। বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ না থাকায় আইপিএল খেলেই সরাসরি বিশ্বকাপে নামবেন ভারতীয় ক্রিকেটাররা। ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে তাদের।

আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ১ মে এর মধ্যে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করতে হবে। যদি আরও চোট কিংবা স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয় তা করতে হবে আগামী ২৫মে এর মধ্যে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মতে আইপিএলে ভালো খেললেও একাধিক তারকা বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাবেন না।

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রায়াঙ্ক পরাগ, মায়াঙ্ক, অভিষেক শর্মা, হারশিত রানার মতো তরুণরা এবারের আইপিএলে দুর্দান্ত খেলছে। তবে, তাদের স্কোয়াডে সুযোগ দিতে নারাজ নির্বাচকরা। কারণ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে হুট করেই কাউকে নামিতে দিতে চাইছে না বোর্ড।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তাদের বিশ্বকাপে না খেলিয়ে আগে দ্বিপাক্ষিক সিরিজে খেলানো হবে। কারণ ভবিষ্যতের কথা মাথায় নিয়ে তাদের তৈরি করতে চায় বোর্ড। পাশাপাশি ২০১৩ সাল থেকে শিরোপা খরায় ভুগছে ভারত। তাই, শিরোপা জয়ের লক্ষ্যে এবারও অভিজ্ঞদের ওপরই ভরসা রাখতে চায় বিসিসিআই।