উড়তে থাকা নারিন কি শুনছেন বিশ্বকাপের গান?

Looks like you've blocked notifications!
সুনিল নারিন। ছবি : কেকেআর

একজন পারফেক্ট অলরাউন্ডার কাকে বলে? তার যোগ্য উদাহরণ হতে পারেন—ক্যারিবীয় তারকা সুনিল নারিন। একজন অলরাউন্ডার হলে নিয়মিত ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও হতে হয় বিশেষজ্ঞ। টি-টোয়েন্টিতে নামের পাশে ৫৪২ উইকেট ও ৪ হাজারের অধিক রান বলে দেয় নারিন  আসলে কতটা পারফেক্ট!

কদিন বাদেই ৩৬ বছর বয়সে পা রাখবেন ক্যারিবীয় তারকা। তবুও টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বে তার চাহিদা আকাশচুম্বি। হবেই বা না কেন? কলকাতায় মঙ্গলবার রাতেই নিজের ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকিয়ে তিনি জানান দিলেন এখনও তার ব্যাটের তেজ এতটুকুনও কমেনি!

ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানেরও যেন উচ্ছ্বাস থামছিল না নারিনকে নিয়ে। যেই বয়সে দলে জায়গা পাওয়া নিয়েও তার শঙ্কা থাকার কথা সেখানে নারিন যেন নিজেই যেন রাজা। ইডেন গার্ডেন্সের গ্যালারি থেকে কাল একের পর এক ফ্লাইং কিস দিচ্ছিলেন বলিউড বাদশা। ততক্ষণে তিন অংকের ম্যাজিক ফিগারটা ছুঁয়ে ফেললেন নারিন। ক্যারিয়ারের এই লগ্নে এসে সেঞ্চুরি ছুঁয়ে উঁচিয়ে ধরলেন ব্যাট। টিভি সম্প্রচার ক‌্যামেরাগুলোও তখন তাক করছিল তার দিকে। নারিন ছাড়াও ক্যামেরার নজর কেড়েছেন আরেকজন। তিনি নাইট রাইডার্সের ডাগআউটে বসা মেন্টর গৌতম গম্ভীর। নারিন যখন সেঞ্চুরি হাঁকালেন তখন গম্ভীরের মুখে এক অনির্বচনীয় হাসির রেখা। এ যেন বহু প্রাপ্তির হাসি। বিশ্বাসের প্রতিদান পাওয়ার হাসি। যেন কাল একা নারিন শুধু সেঞ্চুরি করলেন না জিতিয়ে দিলেন মেন্টর গম্ভীরকেও। কারণ,  নারিনের রানের হাওয়ায় ভেসে বেড়ানোর পেছনের নায়ক তো গম্ভীর। যেখানে অনেকেই ভেবেছিল নারিনের আইপিএলের অধ্যায় শেষ সেখানে গম্ভীর বুঝালেন না—নারিনের কাছে এখনও পাওয়ার আছে।   

রাজস্থানের বিপক্ষে মঙ্গলবার নারিন খেলেছেন ৫৬ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১০৯ রানের ইনিংস। এ ছাড়া চলতি মৌসুমেও তার ব্যাট ছুঁটছে দারুণ ছন্দে। এখন পর্যন্ত কলকাতার সর্বোচ্চ ২৭৬ রান এসেছে তার ব্যাট থেকে। স্ট্রাইকরেটাও দারুণ, ১৮৭.৭৫। নারিন যখন ফর্মের হাওয়ায় উড়ছেন তখন বিশ্বকাপের গানও বাজছে। নারিন দেশ ওয়েস্ট ইন্ডিজেই বসবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ঘরের মাঠে বিশ্বকাপ, তার ওপর দুর্দান্ত ফর্ম—সেক্ষেত্রে এমন ক্রিকেটারকে যে কোনো দেশ পেতে চাইবে সেটাই স্বাভাবিক। কিন্তু নারিন কি সাড়া দেবেন সেই ডাকে?

দেশের হয়ে সবশেষ ২০১৯ সালে খেলেছিলেন নারিন। এরপর সুযোগ না আসায় গত বছর নভেম্বরে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নেন। কিন্তু মাতিয়ে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগ। এই ফ্র্যাঞ্চাইজি লিগই যেন আবারও নতুন করে ওয়েস্ট ইন্ডিজের দুয়ার খুলে দিতে পারে নারিনকে। তিনি যেভাবে রানের হাওয়ায় ছুটছেন তাতে দুয়ার খুলল বলে! কিন্তু নারিন সেই দুয়ারে দাঁড়ান কি না সেটাই দেখার অপেক্ষা।