বার্সার বিদায়ে রেফারিকে দুষলেন জাভি

Looks like you've blocked notifications!
জাভি হার্নান্দেজ। ছবি : এএফপি

প্রথম লেগে এগিয়ে থাকায় শেষ চারে ওঠার ভালো সম্ভাবনা ছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। তবে, দ্বিতীয় লেগেই স্বপ্নভঙ্গ হয় কাতালানদের। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে বড় হারে বিদায় নিতে হয় স্প্যানিশ জায়ান্টদের। দলের এমন হারের পেছনে রেফারিকে দুষলেন স্প্যানিশ কোচ জাভি হার্নান্দেজ।

ম্যাচ শেষে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের জন্য রেফারির দিকে আঙুল তুলে বার্সা কোচ বলেন, ‘আমরা ক্ষুব্ধ, লাল কার্ডটাই ক্ষতি করেছে। ১১ বনাম ১১ অবস্থায় আমরা ভালো ছন্দে ছিলাম। এটাই পুরোপুরিভাবে সবকিছু বদলে দিয়েছে। আমার মতে, আরাউহোকে লাল কার্ড দেখানো বাড়াবাড়ি ছিল।’

জাভি আরও বলেন, ‘রেফারিটা সত্যিই বাজে ছিল। আমি তাকে বলেছি, সে বিপর্যয় ডেকে এনেছে। সে লড়াইটাকে শেষ করে দিয়েছে। আমি রেফারিকে নিয়ে কথা বলা পছন্দ করি না, কিন্তু এটা বলতেই হবে। ১০ জনে পরিণত হওয়া ভালো ব্যাপার নয়। সেই মুহূর্ত থেকেই এটা ভিন্ন একটা ম্যাচ হয়ে যায়। সেখান থেকে আমরা আর ফিরতে পারিনি।’

এদিকে, লাল কার্ড প্রসঙ্গে কথা বলেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। তিনি বলেন, ‘আমি রেফারি নিয়ে কথা বলি না। কোচ হিসেবে আমি কখনো রেফারিকে নিয়ে কথা বলিনি। আমি সেখানেই মনোযোগ দিই, যা আমার নিয়ন্ত্রণে থাকে। আমি সত্যিই মনে করি যে লাল কার্ড ছাড়াও আমরা ম্যাচটা জিততে পারতাম; যদিও আমরা তা প্রমাণ করতে পারব না।’