লেনদেন বাড়লেও সূচকের পতন

Looks like you've blocked notifications!
ডিএসইর লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল)। কমেছে বাজারে মূলধনের পরিমাণ। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে।  

স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সূচক উত্থান দিয়েই আজ ডিএসইর লেনদেন শুরু হয়। সেই উত্থান কিছুক্ষণ পর পতন ফিরে আসে। লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স পতন হয়েছে চার পয়েন্ট। বাজারে মূলধন কমেছে ৩৯০ কোটি টাকা। লেনদেন পাঁচশ কোটি টাকার ঘরে চলে এসেছে।   

জানা যায়, আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৫৪০ কোটি ২৩ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল ৩৬৭ কোটি ৫৩ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৯ হাজার ১৬১ কোটি ৫৮ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৭৯ হাজার ৫৫১ কোটি ৬০ টাকার শেয়ার। 

আজ সূচক ডিএসইএক্স চার দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৭৪ দশমিক ৫৮ পয়েন্টে। ডিএসইএস সূচক এক দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৬৪ দশমিক শূন্য ছয় পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১২ দশমিক ৭০ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৩টির ও কমেছে ১৬৯টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৫৫টির।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মার শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ২৮ কোটি ৯০ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ২০ কোটি ৩৪ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৯ কোটি ৮৩ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৯ কোটি ৩৪ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ১৬ কোটি ৭৬ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ১৩ কোটি ৭২ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ১৩ কোটি ৬৯ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১২ কোটি ৭৮ লাখ টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।