দুবাইয়ে পানিবন্দি বাংলাদেশিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

Looks like you've blocked notifications!

সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরের ইতিহাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এতে সৃষ্টি হয়েছে বন্যা। পানিবন্দি হয়ে বসবাস করছেন প্রবাসীরা। দুবাইয়ে পানিবন্দির এমন পরিস্থিতিতে প্রবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বাংলাদেশ সমিতি শারজাহ। আজ শনিবার (২০ এপ্রিল) এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ শারজায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা পরিদর্শন করে পাঁচ শতাধিক প্রবাসীকে খাবার ও পানীয় বিতরণ করা হয়। বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বাংলাদেশি নাগরিকদের সেঙ্গ দেখা করে কনস্যুলেটের পক্ষ থেকে সহানুভূতি ও সংহতি প্রকাশ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশি ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান৷ পানিবন্দি ক্ষতিগ্রস্ত প্রবাসীরা তাদের খোঁজখবর নিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করায় কনস্যুলেটকে ধন্যবাদ জানান৷ 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন, বাংলাদেশ সমিতি শারজাহ’র সভাপতি এম এ বাশার, লেবার কাউন্সিলার মো. আব্দুস সালাম, শারজাহ সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক, মো. জাহাঙ্গীর, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর জ্যেষ্ঠ সহসভাপতি মামুনুর রশীদ, পারেভজ, রুপুসহ সামাজিক সংগঠক ও গণমাধ্যম কর্মীরা৷