লিফটে আটকে গেলে কী করবেন?

Looks like you've blocked notifications!
লিফটে আটকে গেলে ভয় না পেয়ে বাইরে কারও সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। ছবি : ফ্রিপিক

দিন দিন ঢাকার দালানগুলো যেন আকাশ ছোঁয়ার পাল্লা দিচ্ছে। একদিকে বিশাল বিশাল দালান, অন্যদিকে তীব্র গরম। দুইয়ে মিলে দিন দিন দুর্বিষহ হচ্ছে ঢাকার জীবন। আর এসব আকাশ ছোঁয়া দালানে নানা কাজে আপনাকে হরদমই উঠতে হচ্ছে। এতে সাহায্য নিতে হচ্ছে লিফটের। কিন্তু অন্যান্য আর সব যন্ত্রপাতির মতো লিফটও মানুষের বানানো একটা যন্ত্র। যেটা যে কোনো সময়ই নষ্ট হতে পারে। এমনও হতে পারে, চলন্ত অবস্থাতেই থেমে গেল লিফট আর লিফটের ভেতরে থাকা আপনিও আটকে রইলেন।

এমন অবস্থায় আপনার করণীয় কী? একে তো লিফট আটকে যাওয়ায় ভয়, তার ওপর তীব্র গরম। এমন অবস্থায় প্রথমেই নিজেকে শান্ত এবং স্থির রাখা জরুরি। কারণ, এমন পরিস্থিতিতে অনেকেই ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এতে হিতে বিপরীত হতে পারে। তাই লিফটে আটকে গেলে আপনার করণীয় হলো-

লিফট যদি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং আলো নিভে যায়, তাহলে ভয় না পেয়ে মোবাইলের আলো জ্বালিয়ে নিন। মোবাইলের আলোয় দেখুন দরজা খোলার কোনো সুইচ আছে কি না। সুইচে চাপ দিয়ে যদি দেখেন দরজা খোলা যাচ্ছে, তা হলে তাড়াহুড়ো করে নামতে যাবেন না। লিফট আদৌ কোনো সমতলে আছে কি না, সেটা একবার দেখে নিয়ে তবেই নামুন। 

লিফটের দরজা যদি কোনো ভাবেই খোলা সম্ভব না হয়, তাহলে লিফটের দরজার পাশে থাকা অ্যালার্ম বাটন থাকবে। সেটি একবার বাজিয়ে দেখুন। এখন প্রায় সব লিফটেই ইন্টারকম অথবা স্পিকার থাকে। সে ক্ষেত্রে আটকে পড়লে বাইরে কারো সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। 

বর্তমানে প্রায় সব লিফটেই অটোমেটিক রেসকিউ সার্ভিস (এআরডি) থাকে। যার কাজ হলো কোনো কারণে লিফট চলা বন্ধ হয়ে গেলে, নিজে থেকেই কোনো একটি তলায় এসে নামবে, দরজাও খুলে যাবে। এমন সুবিধা থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 

লিফট বাইরে থেকে খোলা বেশ সহজ। সেক্ষেত্রে বাইরে কেউ থাকলে তিনি আপনাকে ওই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারবেন। তাই বাইরের কারো সঙ্গে কথা বলার চেষ্টা করুন। দেখুন কেউ আপনাকে শুনছে কিনা। তাকে জানান, আপনার সমস্যার কথা। ফ্লোর উপরে হলে হাতে ভর দিয়ে সেটাতে ওটার চেষ্টাও করতে পারেন। তবে আপনার জন্য সেটা খানিকটা বিপদজনক হতে পারে।

কোনো কোনো লিফটে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। তবে সেটার সংখ্যা খুবই কম। তাই যোগাযোগ করার চেষ্টা করুন আশেপাশে থাকা কোনো পরিচিতজনের সঙ্গে। তাকে আপনার সমস্যার কথা জানিয়ে সাহায্য চান।

মোদ্দাকথ হলো, লিফটে আটকে গেলে কোনোভাবেই ভয় পাওয়া যাবে না। ঠাণ্ডা মাথায় কাজ করতে হবে। তাই যদি কখনও লিফটে আটকে যান, তাহলে নিজেকে শান্ত রাখুন, ঠাণ্ডা মাথায় নিজেকে এ অবস্থা থেকে রক্ষার চেষ্টা করুন।