২৯ অক্টোবর বাসে আগুন দিয়ে হত্যায় দুজন রিমান্ডে

Looks like you've blocked notifications!
সিএমএম আদালত। ফাইল ছবি

রাজধানীর ডেমরায় অছিম পরিবহণে অগ্নিকাণ্ডের সময় ঘুমিয়ে থাকা হেলপার মো. নাইমের (২২) মৃত্যুতে করা মামলায় দুজনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় মাহাবুবুর রহমান সোহাগ নামের এক আসামি দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 

আজ শনিবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদের আদালতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. নুরুল ইসলাম মনির ওরফে মনির মুন্সি (৩৭), নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব মো. সাহেদ আহমেদের (৩৮) দুই দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। আসামিদের আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এছাড়া আসামি মাহাবুবুর রহমান সোহাগ স্বীকারোক্তি দিতে চাইলে বিচারক তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে প্রেরণ করেন।

এদিকে আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশে ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় নারকীয় তাণ্ডব পরিচালনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার মতো জঘন্য কাজসহ অসংখ্য গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান বিএনপির নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর দিনগত রাত অর্থাৎ ২৯ অক্টোবর ভোরে ডেমরা থানার দেইল্লা বাসস্ট্যান্ডে রাখা অছিম পরিবহণের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ওই বাসে ঘুমিয়ে থাকা হেলপার মো. নাইম (২২) ঘটনাস্থলেই পুড়ে মারা যান এবং অপর হেলপার মো. রবিউল (২৫) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় ২৯ অক্টোবর ডেমরা থানায় একটি মামলা (নম্বর ৩৮) দায়ের করা।